Skip to content

পঞ্চগড়ে তিন দিনব্যাপী নাট্যকর্মশালা

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ স্লোগান নিয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আজ ১২ জুলাই ২০২০ বুধবার থেকে তিনদিনব্যাপী শুরু হয়েছে নাট্যকর্মশালা। দেবীগঞ্জের পুরোনো নাট্যসংগঠন দেবীগঞ্জ থিয়েটার এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র দীপম সাহা। দেবীগঞ্জ থিয়েটারের প্রধাণ সমন্বয়কারী আবু বক্কর জানান, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফের আহ্বানে এই করোনাকালে সব হলে নাটকও হবে। কেন নয়? উক্তির মাধ্যমে আমরা নাট্যকর্মশালা শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা নতুন আঙ্গিকে নাটক মঞ্চে আনতে পারবো।

1 thought on “পঞ্চগড়ে তিন দিনব্যাপী নাট্যকর্মশালা”

  1. নূরুজ্জামান হালিম

    ভালো উদ্যোগ। মঞ্চ নাটকে অভিনেতাদের সাথে দর্শকের সরাসরি যে আই কন্টাক্ট হয় সে চাহিদা সিনেমা মিটাতে পারে না।টিভিও না।

Leave a Reply

Your email address will not be published.