সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা পদক ১৪২৭ পাচ্ছেন অভিনেতা- সংগঠক পীযুষ বন্দোপাধ্যায় ও নাট্যকার- নির্দেশক রতন দাস। আগামি ১১ মার্চ ২০২১ পুঠিয়া রাজবাড়ী মাঠে বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৬তম বাংলা লোকনাট্য উৎসবে তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
১১-১৩ মার্চ ২০২১ উৎসবে থাকছে লাঠিখেলা, বাংলা বাদ্য, মঙ্গল শোভাযাত্রা, নৃত্য, নাটক, লোকনৃত্য, যাত্রাপালা, ঐতিহ্যবাহী পুতুল নাট্য, লোকনাট্য, ও লালনের দেহতত্ত্ব গান।