সারথি থিয়েটার, গাইবান্ধা
২৫ মার্চ গণহত্যা দিবসে সারথি থিয়েটার শোকপদযাত্রায় পতাকা কাঁধে নিয়ে হাঁটে গাইবান্ধার দারিয়াপুরের সড়কে। শহিদদের শ্রদ্ধা জানাতে যায় ০৮ কিলোমিটার দূরে কামারজানী বধ্যভূমিতে। সারথি পরিবারের ৩৫জন সদস্যের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়। দেশের বেশির ভাগ বধ্যভূমির মতই কামারজানীর বধ্যভূমির চিহ্ন শেষ হতে চলেছে। এর উপরে গড়ে উঠেছে একটি শ মিল। স্বাধীনতার ৫০ বছর পূর্তির এইক্ষণে আমরা এর সংরক্ষণের জোড় দাবি জানাই।
