Skip to content

অক্ষয়কুমার মৈত্রেয় এর ৯২ তম প্রয়াণ দিবসে সেমিনার

ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়ঃ জীবন ও কর্ম

গত ১০ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৪টায় শাহ্ মখদুম কলেজে বিশিষ্ট ইতিহাসবিদ, নাট্যকার, প্রত্নতত্ত্ববিদ শ্রী অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের ৯২ তম প্রয়াণ দিবসের সেমিনারে আনুষ্ঠিত হয়েছে। রাজশাহী থিয়েটারের আয়োজনে এই সেমিনারে সভাপতিত্ব করেন কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মতিন।

প্রবন্ধে অক্ষয়কুমার মৈত্রেয় এর জীবনীগত পরিমন্ডল, তাঁর কর্মকাণ্ডের বিষয়বস্তু ও সংক্ষিপ্তসার, গবেষণার বর্ণনা ও বিশ্লেষণের ধরণ, গ্রন্থাবলী, ইতিহাসের উপাদান ও প্রয়োগ, ইতিহাস চিন্তা, চিন্তাগত প্রভাব ও দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয় বিস্তরভাবে উঠে এসেছে।

নাট্যজন কামার উল্লাহ সরকারের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক, হরিটেজ আর্কাইভের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ হবিবুর রহমান, অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহী এর সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, নাট্যকার দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জী, চিত্রশিল্পী আশফাকুল আশেকীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, নাট্যজন অধ্যাপক রহমান রাজু, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার, ইলামিত্র শিল্পী সংঘের তাপস মজুমদার, ডাঃ এফ এম এ জাহিদ, আহসান কবির লিটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.