Skip to content

গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

গত ১৭ জুন ২০২২ (শুক্রবার) বগুড়ায় পুন্ড্র অঞ্চল বাংলাদেশ গ্রাম থিয়েটার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাদত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। সভা পরিচালনা করেন কাহালু থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের অলক পাল, বগুড়া কলেজ থিয়েটারের রবিউল করিম, আক্কেলপুর থিয়েটারের আব্দুল গাফফার, আদমদিঘী থিয়েটারের জাহিদুল ইসলাম খন্দকার, অতুল চন্দ্র সরকার আব্দুল কাদির, প্রভাতি থিয়েটারের আঃ বাসেদ তনু, তালোড়া নাগর থিয়েটারের ইনছান আলী, মোঃ হারুনুর রশিদ, সোনাতলা থিয়েটারের রমজান আলী, সবুজ সারথি থিয়েটারের সাদিকুল ইসলাম সিহাবসহ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের বিভিন্ন ইউনিটের নাট্যকর্মী বৃন্দ। প্রতিনিধি সভায় সিদ্ধান্ত হয় বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের সকল ইউনিটের নাট্যকর্মীদের নিয়ে কর্মশালা করে একটি ভালোমানের পালা নির্মাণ।

পুন্ড্র অঞ্চলে যেসব পালা রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে গ্রাম থিয়েটারের সংগঠক ও নাট্যকর্মীরা। গ্রাম থিয়েটারের সকল ইউনিটের নাটক মঞ্চায়ণ, উৎসব করার মধ্য দিয়ে সাংগঠনিক দুর্বলতা দুর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.