Skip to content

চট্টগ্রামে সেলিম আল দীনের ৭১তম জয়ন্তী উদযাপন

প্যান্টোমাইম মুভমেন্ট:
গত ১৮ আগস্ট ২০২০ প্যান্টোমাইম মুভমেন্টের আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জয়ন্তী উদযাপন করা হয় সংগঠনের চট্টগ্রামের মেহেদীবাগস্থ মহড়া কক্ষে বিকাল ৫টায়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও বাংলাদেশে প্রতিবিধানমূলক নাট্যক্রিয়ার প্রবক্তা মোস্তফা কামাল যাত্রা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মেজবাহ চৌধুরী ও সামিয়া রহমান আবৃত্তি পরিবেশন করেন। ইসরাত জাহান চৌধুরীর সভাপতিত্ত্বে রিজোয়ান রাজন স্বাগত বক্তব্য প্রদান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সর্বশেষে প্যান্টোমাইম মুভমেন্টের নতুন প্রযোজনা “দ্য আর্টিস্ট” মঞ্চস্থ হয়। নাট্যাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ শিল্পরূপের একটি ক্ষুদ্র প্রচেষ্টা দেখা যায় এই প্রযোজনায়। পাঁচটি চরিত্রের সমন্বয়ে বাচিক ও নির্বাকের মিথষ্ক্রিয়ায় দৃশ্যকাব্য উপস্থাপনের মাধ্যমে সভ্যতার সংকট ও উত্তরণের নির্দেশনা উঠে আসে এই একক অভিনয়ে। মূকাভিনয় প্রযোজনায় সার্বিক সহযোগিতা করেন রাইদাদ অর্ণব। উল্লেখ্য সমস্ত আয়োজন স্বাস্থ্যবিধি মেনে করা হয়।
পারফরমেন্সের লিঙ্ক

Leave a Reply

Your email address will not be published.