Skip to content

জয়পুরহাট পাঁচবিবিতে নবান্ন উৎসব অনুষ্ঠিত

জয়পুরহাট পাঁচবিবিতে পহেলা অগ্রহায়ণ- ১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালা নাটক মঞ্চস্থ হয়েছে।
এ উপলক্ষে গত ১৬ নভেম্বর ২০২৩ বহস্পতিবার বিকালে পাঁচবিবি থিয়েটার ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচবিবি উপজেলা শহরের বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী পৌর পার্কে এ উৎসবের আয়োজন করা হয়।

ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় পাচঁবিবির সভাপতি রাকিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।

উৎসবের শেষ পর্বে ‘ছৌমতি ছুঁড়ির কিচ্চা’ পালা নাটক পরিবেশিত হয়। এ নাট্যপালায় অভিনয় করেন পাঁচবিবি থিয়েটারের শিল্পীরা।