লক্ষন চন্দ্র রায়:
গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুর’র ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন সারথি থিয়েটার এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ০২ মার্চ ২০২২ (বুধবার) বিকেলে দারিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোভাযাত্রা’র মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান ২৭ টি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি সাকোয়াত হোসেন বিপ্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ সভাপতি মোঃ আলী খান, আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফিজা বেগম কাকলী, অধ্যক্ষ সামিউল ইসলাম সায়িক সিদ্দিকী, কবি সরোজ দেব, রাজনীতিক রাগীব হাসান হাবুলসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সকল সদস্যবৃন্দ।
এবারে পানুপাল পদকে ভূষিত হয়েছেন নওগা থিয়েটার সাধারণ সম্পাদক নাট্যজন খাদেমুল ইসলাম। পরে গান, নৃত্য, আবৃত্তি, পালানাট্য ও পুতুল নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোশারফ মুক্ত ও শবনম নূপুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সারথি’র প্রতিষ্ঠা সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাট্যজন জুলফিকার চঞ্চল, সাংগঠনিক সম্পাদক লক্ষণ রায়, আলোকসজ্জায় আতিক, জীবন, উৎপল।