Skip to content

দুলাল আমাদের পরমবন্ধু!

স্মরণ

নাসির উদ্দীন ইউসুফ
বাংলাদেশ গ্রাম থিয়েটারের আরো এক দুলাল লোকান্তরিত হলো। কাজী সাইদ হোসেন দুলালের অকাল প্রয়াণের শোকে আমরা যখন নিমজ্জিত তখন জামালপুর মেলান্দহের শহীদ সমর থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দুলাল চলে গেলেন চিরকালের জন্য।

দুলাল আমাদের পরমবন্ধু! বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাকালীন নিবেদিত কর্মী। সুদীর্ঘকাল দুলাল গ্রাম থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। অনেক সুখ স্মৃতি আমার, তার, আবদুল্লাহ ও ফারাজীর সাথে। সেই কবে দেউলাবাড়ী, টুপকার চরের পথে পথে, সেলিম আল দীন , আমি ও ঢাকা থিয়েটারের কর্মীদের মেঠোপথে, ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাওয়া! অনন্তকাল মনে রবে তোমাদের সাথে যমুনা, ব্রম্মপুত্রের তীর ধরে চার দশকের পথচলার স্মৃতি।

এক জীবনে তোমাদের সাথে লোদে কাদায় হেঁটে বৃষ্টিতে ভিজে, তীব্রশীতে জবুথবু কৃষকের আঙ্গিনায় উত্তীর্ণ সন্ধ্যায় কিচ্ছা কাহিনী শুনতে শুনতে আগুন পোহানো রাতে, কুয়াশা মাখা চন্দ্রালোকে জীবনের যে পাঠ নিয়েছি একদা, এখন এই পড়ন্ত বেলায় সেটাকে পরম প্রাপ্তি বলে মানি।

আহা দুলাল তোমার সাথে, পুটিয়ার দুলালের সাথে এজীবনে আর দেখা হবেনা। একথা ভেবে মন বিষাদে ভরে যায়। চোখ অশ্রুসজল হয়ে ওঠে। গ্রাম থিয়েটার সেই বিষাদময় বাংলায় ভেজা মাটিতে শিল্প-ফসল বুনে যাবে অনন্তকাল। ভুলবোনা তোমাদের কোনদিন।

Leave a Reply

Your email address will not be published.