Skip to content

প্রসূন থিয়েটারের তিনদিনব্যাপী হিমেল নাট্য উৎসবের সমাপ্তি

সিরাজগঞ্জে দেওয়ানা মদিনা নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হলো প্রসূন থিয়েটারের তিনদিনব্যাপী হিমেল নাট্য উৎসব। গত ১৮ জুলাই ২০২২ শনিবার, সন্ধ্যা ৭.৩০ টায় স্থানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রসূন থিয়েটারের সভাপতি মাহবুবে খোদা টুটুলের সভাপতিত্বে শেষদিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সম্মানিত উপাচার্য, অধ্যাপক ড. মো. শাহ আজম। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক, সাংবাদিক-নাট্যজন দিলীপ গৌড়, সাংবাদিক-নাট্যজন হীরকগুণ প্রমুখ। তিনদিনের নাট্য উৎসবের প্রথমদিন ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করে সমগ্র আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। নাট্য নির্দেশক, অভিনেতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল কে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। লায়লা ফেরদৌস হিমেল এঁর নির্দেশনায় প্রথম দিন মাহবুবে খোদা টুটুলের রচনায় ‘লালন’, দ্বিতীয় দিন নাট্যাচার্য সেলিম আলদীন রচিত নাটক ‘পুত্র’ এবং তৃতীয় দিন দেওয়ান মনসুর রচিত নাটক ‘দেওয়ানা মদিনা’ মঞ্চস্থ হয়। তিনদিনের অনুষ্ঠান পরিচালনা করেন প্রসূন সাহিত্য সংসদের সভাপতি, কবি-সম্পাদক শফিক সেলিম।

Leave a Reply

Your email address will not be published.