বগুড়া থিয়েটার:
সেলিম আল দীন মুক্তমঞ্চে (বগুড়া) গত ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য লোক গবেষক প্রয়াত কাজী সাইদ হোসেন দুলাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুণ্ড্র অঞ্চলের আয়োজনে বগুড়া থিয়েটারের সভাপতি বজলুর রশিদ রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, কাজী সাইদ হোসেন দুলালের কন্যা কাজী রাফিয়া সাইদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের রংপুর বিভাগীয় সমন্বয়কারী আলমগীর হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ নাট্যকর্মী বদরুল আলম, গাইবান্ধার অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার, কাহালু থিয়েটারের সাধারণ সম্পাদক ও পুণ্ড্র অঞ্চলের সমন্বয়ক শাহজাদ আলী বাদশা, নান্দনিক থিয়েটারের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া কলেজ থিয়েটারের সভাপতি রবিউল করিম হৃদয়।
স্মরণ সভা শোকাঞ্জলিতে বক্তারা বলেন, বাংলা নাটকের রাখাল রাজা ছিলেন কাজী সাইদ হোসেন দুলাল। বাংলার লোক গবেষণায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সেলিম আল দীনের স্বপ্নকে ধারণ করে, নাটকের বরপুত্র নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর পথ ধরে কাজ করে গেছেন। আপাদমস্তক বাংলা নাটক নিয়ে কাজ করে গেছেন। সংসার জীবন ছেড়ে থিয়েটারের কাজে সারাদেশে কাজ করে গেছেন। সংসার না গুছিয়ে বাংলা নাটককে গুছিয়ে গেছেন আজীবন। মানুষের সাথে মিশে যেতেন। জাতকাল পাত্র ছিল না তার কাছে। কাজী সাইদ হোসেন দুলাল মানুষকে ভালবাসতেন। তাই সমাজের উচু নিচু নয়, সকলের সাথে অসাম্প্রদায়িক সম্প্রতি বিশ্বাস করে চলফেরা করেছেন।
আমাদের সকলের মননে বেঁচে থাকবেন তিনি। মানুষের সাথে মিশে লোক গবেষণা, নৃ-ত্বাত্তিক গবেষনা করেছেন। মানুষের মনের কথা খুঁজে বেড়িয়েছেন। দিনেরপর দিন কাটিয়েছেন থিয়েটারের জন্য পথেঘাটে। থিয়েটারের উৎসবের দিনগুলোতে নির্ঘুম কেটেছে তার। চারণ গায়েনদের সাথে, মনসা গায়েনদের সাথে, পালাকারদের সাথে আদিবাসীদের সাথে সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে গেছেন।
তিনি দালানকোঠা রাত্রিযাপনের তুলনায় থিয়েটার মেঝেতে ঘুমাতে পছন্দ করতেন। নাটক নিয়ে কাজ করার জন্য নিজ সন্তানকে নাট্যকলা পড়াশোনা করিয়েছেন। যাতে সেও নিজেকে থিয়েটারের জন্য নিজের সর্বোচ্চ কাজ করতে পারেন। কাজী সাইদ হোসেন দুলাল হাজারও গ্রাম থিয়েটার কর্মীকে সেলিম আল দীনের ঐতিহ্যবাহী নাট্য (লোকনাট্য) পথে এগিয়ে নিয়ে গেছেন। তার নিজ বাড়িতে থিয়েটারের মানুষদের জন্য আশ্রয় স্থল ছিল যা দেশের আর কোথাও নেই। কাজী সাইদ হোসেন দুলাল ছিলেন সেলিম আল দীনের শিষ্য। সেলিম আল দীনের পথে হেঁটেছেন দুলাল। এই পথে হাজারও দুলাল হেটে যাবে। সেলিম আল দীনকে নিয়ে এগিয়ে হাজারও দুলাল, আফসার আহমেদরা।
বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক কনক কুমার পাল অলকের সঞ্চালনায় কাজী সাইদ হোসেন দুলালের স্মরণ সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।