Skip to content

বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের যৌথসভা

অলক পাল:
গত ২১ জুলাই ২০২০, মঙ্গলবার সেলিম আল দীন মঞ্চ (বগুড়া) বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের জাকিউল ইসলাম সবুজ, অলক পাল, বিধান কৃষ্ণ রায়, সবুজ চন্দ্র বর্মন, সর্দার হামিদ প্রমুখ। এছাড়াও কলেজ থিয়েটারের নাট্যকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন সোবহানি বাপ্পী, রবিউল করিম, সোহেল রানা, ওয়াদুদ নয়ন, মিজানুর রহমান নিয়ম, বায়েজিদ নিবিড় প্রমুখ।

  • আলোচনা সভায় আগামি মাসে নিম্নোক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়:
  • আগামি ২৪ জুলাই ২০২০, শুক্রবার সকাল ১০ টায় কলেজ থিয়েটারের সাধারণ সভা।
  • আগামি ১১ আগষ্ট ২০২০ কলেজ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • আগামী ৭ আগষ্ট ২০২০ শুক্রবার, বিকাল ৪টায় বগুড়া থিয়েটারের নতুন নাটক তৌফিক হাসান ময়না রচিত ‘ভাগিদার’ নাটক স্বাস্থ্যবিধি মেনে মঞ্চস্থ করা হবে বগুড়া থিয়েটারের সেলিম আল দীন মঞ্চে।
  • ১৫ আগষ্ট ২০২০, জাতীয় শোকদিবসে জাতির জনক বঙ্গবন্ধুর স্মরনে নাটক মঞ্চায়ন ও আলোচনা সভা।
  • ১৮ আগষ্ট নাট্যাচার্য সেলিম আল দীন এর জন্মদিন পালন।
  • এই কর্মসূচি ছাড়াও বগুড়া থিয়েটার পেজ হতে প্রতিদিন রাত ৮.৩০ মিনিটে বাংলাদেশ ও কোলকাতার বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় যে ভার্চুয়াল অনুষ্ঠান হচ্ছে তা চলমান থাকবে।


জোশি/গ্রাম থিয়েটার

Leave a Reply

Your email address will not be published.