Skip to content

বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগীয় নাট্যোৎসব শুরু

‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’— স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় নাট্যোৎসব শুরু হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ২০২২ (শনিবার) সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।

বাংলাদেশ গ্রাম থিয়েটার, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. মুনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগের উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।

উদ্বোধনী দিনে পটুয়াখালীর দখিণা নাট্যমঞ্চের পরিবেশনায় ‘দখল’ নাটক পরিবেশন করা হয়। ২৫ সেপ্টেম্বর ২০২২ (শনিবার) বরিশাল থিয়েটারের পরিবেশনায় ‘সং’ এবং উৎসবের শেষ দিনে ২৬ সেপ্টেম্বর ২০২২ (রবিবার) ভোলা থিয়েটারের পরিবেশনায় ‘পেজগী’ পরিবেশন করা হবে।

নাটক শুরুর পূর্বে প্রতিদিন আলোচনা সভার আয়োজন রয়েছে। এ আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published.