Skip to content

বাগাতিপাড়ায় মঞ্চস্থ হলো নাটক ‘মড়া’

বাগাতিপাড়ায় অসাম্প্রদায়িক চেতনায় ‘নাটক হবে পাড়ায় পাড়ায়’ শীর্ষক নাট্যোৎসব শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ও পৌর এলাকায় নাটক মঞ্চায়নের আয়োজন করেছে বকুল স্মৃতি থিয়েটার।
গত ১১ নভেম্বর ২০২৩ (শনিবার) সন্ধ্যায় উপজেলার জিগরি বাজার শহিদ মিনারে বকুল স্মৃতি থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘মড়া’। নাটকটির রচয়িতা শুভঙ্কর চক্রবর্তী ও নির্দেশনায় ছিলেন মশগুল হোসেন ইতি। আয়োজকরা জানান, নাটকটিতে একজন পাগলকে ঘুমিয়ে থাকতে দেখে মৃত ভেবে নেয় গ্রামের মানুষ। লাশের সৎকারে দাফন নাকি দাহ করা হবে তা নিয়ে পাগলের জাতের প্রশ্ন তুলে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামের দুই মোড়ল। এক সময় পুরোগ্রামের মানুষ হিন্দু-মুসলিম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। অবশেষে ঘুমন্ত পাগল জেগে উঠে দুই মোড়লকে ঘৃণা জানায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী ইতি, মজিবুর, তিতাস, দেবু, শাজাহান, মুক্তার, লিটন, মিথুন, মনি প্রমুখ।
তথ্যসূত্র: মাসুম রাজ, বাগাতিপাড়া, নাটোর।

Leave a Reply

Your email address will not be published.