Skip to content

ভার্চুয়াল নাট্যোৎসবে নবশিখা নাট্যদল মঞ্চস্থ করবে পৃথিবী ও মানুষ

জ্যোতি ধ্রুব
দীর্ঘ চার মাস থেকে বৈশিক করোনা পরিস্থিতিতে থমকে গেছে মঞ্চকর্মীদের মঞ্চের কাজ। মঞ্চে নতুন নাটক নিয়ে আসার ইচ্ছে থাকলেও মঞ্চস্থ করা সম্ভব হচ্ছে না মঞ্চ নাটক। এমতা অবস্থায় দলের কার্যক্রম ঠিকে রাখতে নবশিখা নাট্যদল সিলেট অনলাইন কার্যক্রম এর ধারাবাহিকতায় ভারতের করিমগঞ্জ এর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ববীণা’র আয়োজনে ভার্চুয়াল কুশিয়ারা নাট্যোৎসব নবশিখা নাট্যদল সিলেট নাটক মঞ্চস্থ করবে ‘পৃথিবী ও মানুষ’। রচনা ও নির্দেশনা- তন্ময় নাথ তনু। অভিনয়- কৃষ্ণ প্রসন্ন বণিক প্রান্ত ও মৃণাল বণিক। সংগীত – রাজশাহী থিয়েটার, রাজশাহী। নাটকের মূল পটভূমি হচ্ছে মানুষের কল্যানে পৃথিবী আর পৃথিবীর কল্যানে মানুষ। এই যে আমরা মানুষ জাতি আমরা কতটা সচেতন? আমরা কতখানি ভাবি পৃথিবীর জন্য? যে পৃথিবীর বুকে আমরা বাস করি সেই পৃথিবীকে আমরা আঘাত করি বার -বার। এই সচেতনতা তৈরির লক্ষ্য মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে নাটকে।

আগামি ২৪ জুলাই ২০২০, ভারতীয় সময় সন্ধ্যা ৬টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট, বিশ্ববীণা’র ফেসবুক পেইজে https://www.facebook.com/করিমগঞ্জ-বিশ্ববীণা–101011378324462/

Leave a Reply

Your email address will not be published.