Skip to content

মাদারগঞ্জে চারণ থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম থিয়েটারের নাট্য সংগঠন চারণ থিয়েটার এর দ্বি-বার্ষিক সম্মেলন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাস্থ মোসলেমাবাদ এফ.এম কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গত ২৮ অক্টোবর ২০২৩ (শনিবার) সকাল ১০টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ, উদ্বোধক বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সমন্বয়কারী রেজাউল করিম লেবু, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল আহসান সুজন, অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই বুলু বি.এসসি।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মির্জা হুমায়ুন কবির, মোকছেদুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, ইউনিয়ন সাংস্কৃতিক ফোরামের সভাপতি আছাদুজ্জামান সরকার, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ লাঞ্জু, সাধারণ সম্পাদক জি.বি.এম রুবেল আহম্মেদ প্রমূখ।

নাট্যসংগঠনের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন এর সঞ্চালনায় সম্মেলনে গীতিনাট্য পরিবেশনা করেন মাদারগঞ্জ ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় । এ সময় বাংলাদেশ গ্রাম থিয়েটার, মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ অঞ্চলের ২য় বারের মতো সমন্বয়কারী মনোনিত হওয়ায় সভাপতি সাখাওয়াত হোসেনকে অত্র সংগঠন সম্মাননা স্মারক তুলে দেন।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামি ২ বছর মেয়াদে পুনরায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হোন নাট্যকার সাখাওয়াত হোসেন ও নাট্যাভিনেতা নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন।

সংবাদদাতা: জি. বি. এম. রুবেল আহম্মেদ

Leave a Reply

Your email address will not be published.