Skip to content

মাদারগঞ্জে চারণ থিয়েটার চারদিনব্যাপি নাট্য উৎসব

ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী:
চারণ থিয়েটার (মাদারগঞ্জ, জামালপুর) আয়োজিত চারদিনব্যাপি নাট্য উৎসব আজ ৬ মার্চ ২০২১ তৃতীয় দিনে জামালপুর নাট্যনীড় পরিবেশন করে নাটক ‘আমার স্বাধীনতা বাংলাদেশের ইতিহাস’ এবং বঙ্গলোক সাইক সিদ্দিকী পরিবেশন করে ‘খোয়াব জান বিবির পালা’।

নাট্য উৎসবে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আফসার আহমেদ এবং সভাপতিমণ্ডলী সদস্য আসাদুল্লাহ ফারাজী, বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম লেবু এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হেসেন।

Leave a Reply

Your email address will not be published.