Skip to content

হিরোশিমা ও রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করে ইঙ্গিত থিয়েটার

সুখময় বিপ্লু:
গত ০৭ আগস্ট ২০২০, রাত ৮ টায় ইঙ্গিত থিয়েটার স্বাস্থ্যবিধি মেনে নাটোর মুসলিম ইনস্টিটিউটে হিরোশিমা দিবস ও রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করে। উক্ত আলোচনায় অংশ নেন, এড. সুখময় বিপ্লু, দেবাশিস রায়, প্রদীপ চৌধুরী, মাহবুব হোসেন, প্রভাষক জোয়ার্দার (পদার্থ বিদ্যা), গৌতম, আলম প্রমুখ। সঞ্চালনা ছিলেন শিক্ষক ও লেখক জাহিদুল মাসুদ।

এছাড়া একাধিক সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী জীতেন্দ্রনাথ সরকার, মতিভাই, রথীন কুণ্ডু এবং তবলায় সঙ্গত করেন এম. ওয়াজেদ আলী। ইঙ্গিত থিয়েটার-নাটোর পরিবেশিত উৎপল দত্তের “স্পেশাল ট্রেন” নাটকটির ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ গ্রহণ করেন, সুখময় বিপ্লু, জামিল আলী, জাফুরুল ইসলাম ওরফে বুলবুল, সালেহীন বিপ্লব, আদিত্য ও শোভন।

নাটক শেষে উপস্থিত দর্শকবৃন্দের এক স্বতস্ফুর্ত মুক্ত আলোচনায় সবাই মুগ্ধ হন এবং দর্শকবৃন্দ এরকম আরও নাটক নিয়মিত মঞ্চায়নের প্রস্তাবসহ কয়েকজন তাদের নিজ নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় নাটকটির আরও পুণঃপ্রদর্শনীর ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.