Skip to content

নিরাভরণ থিয়েটার

মানিকগঞ্জে নিরাভরণ থিয়েটারের মহড়া কক্ষে আগুন

শহিদ রফিক অঞ্চল (মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ‘নিরাভরণ থিয়েটার’ এর মহড়া কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা ক্রীড়া সংস্থার একটি কক্ষে মহড়া করত এ নাট্যদলটি। ‘নিরাভরণ থিয়েটার’ এর সভাপতি সাইফ সুজন জানিয়েছেন, গত ১৩ এপ্রিল ২০২১ উপজেলা প্রশাসন থেকে আমাদের জানিয়েছে আগুন লাগার ঘটনাটি।” আগুনে নাটকের প্রপস, সেটসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, “রুমটিতে আনসার সদস্যদের থাকার… Read More »মানিকগঞ্জে নিরাভরণ থিয়েটারের মহড়া কক্ষে আগুন