Skip to content

রবীন্দ্র থিয়েটার

শাহজাদপুর রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন রবীন্দ্র থিয়েটার শাহজাদপুর আয়োজন করে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩০। গত ১০ জুন ২০২৩ (শনিবার) সন্ধ‍্যায় উপজেলা পরিষদে শহিদ স্মৃতি সন্মেলন কক্ষে রবীন্দ্র থিয়েটার মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক “আপদ” নাট্যরূপ মাসুম আজিজ, নির্দেশনায় মেহেদী হাসান হিমু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বাবুল হাসান, শান্তব্রত সাহা, সোলায়মান, কল‍্যাণ, শিমু, মৌ, আহসান হাবীব অপু রায় প্রমুখ।… Read More »শাহজাদপুর রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান