Skip to content

রূপা

সংস্কৃতি নৃ-তাত্ত্বিক কাজী সাইদ হোসেন দুলাল স্মরণ

সারথি থিয়েটার:কাজী সাইদ হোসেন দুলাল স্মরণে গত ৩০ ডিসেম্বর ২০২১ (বৃহঃস্পতিবার) সন্ধ্যা ৬টায় নাটক মঞ্চস্থ করে সারথি থিয়েটার। গাইবান্ধার উত্তর খোলাহাটীতে সদ্য প্রয়াত বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি-তর্পণ শেষে পালানাটক ‘রূপা’ প্রদর্শিত হয়। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঈদ রিংকু সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার, বীর মুক্তিযোদ্ধা মমজেল হোসেন।